নিজস্ব প্রতিবেদন : সাড়ে ৩ বছর পর 'ঘরে' ফিরছেন বিমল গুরুং (Bimal Gurung)। ইতিমধ্যেই সোনাদা পৌঁছে গিয়েছেন বিমল গুরং। বেলা দেড়টা নাগাজ দার্জিলিংয়ে (Darjeeling) পৌঁছবেন তিনি। পাহাড়ে পৌঁছে দার্জিলিং মোটর স্টেশনে একটি জনসভায় যোগ দেবেন বিমল গুরং (Bimal Gurung)। এরপর আজ দার্জিলিংয়ে বাড়ি ফিরবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমল গুরুংয়ের জনসভা উপলক্ষে পাহাড়ে মোর্চা সমর্থকদের (GJM) মধ্যে এদিন তুঙ্গে উদ্দীপনা। সভা ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। গুরুংয়ের (Bimal Gurung) অপেক্ষায় সকাল থেকেই কার্শিয়ংয়ে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। এরপর গুরুং কার্শিয়ংয়ে পৌঁছতেই তাঁদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। তাঁর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। স্লোগান ওঠে, 'বিমল জিন্দাবাদ, ফিরে এসেছেন গুরং।'


শুধু কার্শিয়ং নয়, দার্জিলিংয়ের (Darjeeling) পথে ১৫টি জায়গায় ভিড় জমিয়েছেন মোর্চা সমর্থকরা। সাড়ে ৩ বছরেরও বেশি সময় পর গুরং ফিরছেন পাহাড়ে। তাঁকে স্বাগত জানাতে অপেক্ষায় গুরুংপন্থী মোর্চা সমর্থকরা (GJM)। পাহাড়ি নিজস্ব পোষাকে সেজেছেন সবাই। বাজানো হচ্ছে নেপালি বাদ্যযন্ত্রও।


আরও পড়ুন, 'Bimal Gurung সভা করলে ডুয়ার্সে আগুন জ্বলবে', হুঁশিয়ারি আদিবাসী বিকাশ পরিষদের