নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালানোর পরিকল্পনা ছিল বিমল গুরুংয়ের। সেই মত অস্ত্র মজুত করা হয়েছিল। এবং অস্ত্র খরিদের কাজে ব্যবহার করা হয়েছিল পড়শি রাজ্য সিকিম থেকে আসা আর্থিক সাহায্য। সাংবাদিক সম্মেলন করে এমন বিস্ফোরক দাবি করলেন দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিস সুপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আজ থেকে তিন দিনের সফরে পাহাড়ে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী


আজই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকাল সন্ধায় দার্জিলিং সদর থানা অভিযান চালিয়ে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিসের দাবি বাখর মুখিয়া নামে এক ব্যক্তিকে জেরা করে মিলছে অস্ত্রের সন্ধান। বাখর বিমল গুরুংয়ের সময় রিলিফের ব্যবস্থায় চেয়ারম্যান ছিলেন। তিনিই জানিয়েছেন গুরুংয়ের গাড়ি চালক সিদ্ধা কামির মারফতেই অস্ত্র আমদানি করা হয়েছে।


আরও পড়ুন : বাইক থেকে ছিটকে পড়ে মৃত মাধ্যমিক পরীক্ষার্থী