নিজস্ব প্রতিবেদন: গরু এবং কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের কাছে টাকা পৌঁছে যাচ্ছে ভারত থেকে, এমনই বিস্ফোরক তথ্য উঠে এল এবার। এই তদন্তের ভার রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার হাতে। বিনয়ের ৪৫টি অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনটাই অনুমান সিবিআইয়ের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে বিনয় মিশ্রের কাছে। নিয়মিত টাকা পৌঁছে যাচ্ছে তার অ্যাকাউন্টে। গরু ও কয়লা পাচার কান্ডে অভিযুক্ত হওয়ার পরই ভিন দেশে পালান বিনয়। তাকে দেশে ফেরাতে তৎপর সিবিআই। এরই মধ্যে কীভাবে বিদেশে থাকা কয়লা পাচারকাণ্ডের মাস্টারমাইন্ড অভিযুক্তের কাছে টাকা পৌঁছে যাচ্ছে তা খতিয়ে দেখতে তোড়জোড় শুরু করেছে সিবিআই।


৩১ ডিসেম্বর বিনয় মিশ্রের একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চলে। এরপর থেকেই বেপাত্তা হন তিনি। সিবিআই লুক আউট নোটিসও জারি করে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তরফে মত বিনয় মিশ্র বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। সেখানে থাকা খাওয়ার জন্য কে বা কারা তাকে অর্থ যোগান তা খতিয়ে দেখছে সিবিআই।


আরও পড়ুন, মধ্যরাতে ব্যারাকপুরে দুষ্কৃতি তান্ডব, চলল দু'রাউন্ড গুলি


সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্র এবং পরিবার মিলিয়ে প্রায় ৪৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগই শেল কোম্পানির নামে খোলা। সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই বিনয়ের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বলেই সিবিআই মত।


আপাতত সিবিআইয়ের নজরে রয়েছে বিনয়ের পরিবার পরিজনেরা। সূত্রের খবর, টাকার সূত্র কিছুটা জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকী বিনয় মিশ্র কোন দেশে লুকিয়ে রয়েছেন সেটিও আন্দাজ করতে পেরেছেন সিবিআই অফিসাররা, এমনটাই খবর।