প্রসেনজিৎ মালাকার: বিধানসভা নির্বাচনের তিন বছর অতিক্রম হতে চলেছে। কিন্তু আজও ঘর ছাড়া বিজেপির পাঁচটি পরিবার। তাঁরা দ্বারস্থ হয়েছে পুলিসের। কিন্তু তারপরেও হয়নি কোনও সরাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামের বাসিন্দা অসীম পাল,  করুণাময় পালদের অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি করার অপরাধে তাদেরকে ঘরছাড়া করা হয়। পরিবারসহ গ্রাম ছাড়তে বাধ্য হন তাঁরা।


আরও পড়ুন: Bengal News LIVE Update: সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্যপাল, সরাসরি যাচ্ছেন সন্দেশখালি


স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মামন ও তার দলবল তাঁদের গ্রাম ছাড়তে বাধ্য করে বলে অভিযোগ। এখনও পর্যন্ত তাঁরা বাড়ি ফিরতে পারছে না। মহুলা গ্রামের মোট পাঁচটি পরিবার এখনও পর্যন্ত বিজেপি করার অপরাধে ঘরছাড়া।


আরও পড়ুন: Excise Raid: আবগারী দফতরের বড় অভিযান, বাজেয়াপ্ত হয় ৫৮০ লিটার জাল বিদেশী মদ


ঘরছাড়া পরিবারদের দাবি, বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর প্রথমে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপরে তাদের ঘরছাড়া করে দেওয়া হয়। দীর্ঘ তিন বছর ধরে কখনও আত্মীয়স্বজনের বাড়িতে, কখনও পরিচিতদের বাড়িতে ঘুরে ঘুরে বসবাস করতে হচ্ছে তাদের। এমনকি গ্রামে থাকা জমির জায়গায় চাষবাসও বন্ধ হয়ে গিয়েছে।


অভিযোগকারীদের দাবি তারা বারবার প্রশাসনের দারস্থ হলেও গ্রামে ফিরতে পারেননি। যদিও এই বিষয়ে শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছেন। তবে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানা ও বোলপুর মহকুমা পুলিস আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তারা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)