জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এবার দুর্ঘটনা বীরভূমে। ডাম্পারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ পুলিস আধিকারিকের গাড়ির। সংঘর্ষে মৃত্যু হলো গাড়ির চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মুরারোই থানার ওসি সাকিব সাহাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ঘটনার পরে তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: Bengal News LIVE Update: মর্মান্তিক ঘটনা দাসপুরে, রিভার পাম্পের মোটর চালাতে গিয়ে চাদর জড়িয়ে মৃত্যু


শনিবার ভোরে পথ দূর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ - মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। বীরভূমের মহাম্মদবাজার থানার গনপুরে এই ঘটনা ঘটে। মৃত চালকের নাম হামিদুল সেখ। তার বাড়ি বীরভূমের পাঁরুই এলাকায়।


আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রতের শনির দশা! বোলপুরে মহাযজ্ঞ...


পুলিস সূত্রে জানা গিয়েছে, কাঁকিনারার নিজের বাড়ি থেকে একটি চারচাকা গাড়িতে করে মুরারোই ফিরছিলেন মুরারোই থানার ওসি সাকিব সাহাব। গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসির গাড়ির চালক হামিদুল সেখের। গুরুতর জখম হন ওসি।


খবর পেয়ে পুলিস তাদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিস ডাম্পারটিকে আটক করেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)