প্রসেনজিত্ মালাকার: বিধানসভা ভোটের পর বীরভূমে বিজেপির সংগঠন প্রায় বিপর্যস্ত। এবার দলের ভেতরের অসন্তোষ চলে এল প্রকাশ্যে। অনুগামীদের চুপচাপ বসে যাওয়ার নিদান দিলেন প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার এক ফেসবুক পোস্টে দুধকুমার লিখেছেন, 'জেলা থেকে ব্লক কমিটি, আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে দল। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তার চুপচাপ বসে যান।'


বীরভূমের প্রভাবশালী নেতা দুধকুমার। জেলায় বিজেপি যখন দুর্বল ছিল তখন থেকেই দুধকুমার ছিলেন সামনের সারিতে। অনেক ঝড়ঝাপটাও সহ্য করেছেন সংগঠন করতে গিয়ে। তিনিই এবার দলের বিরুদ্ধে সরব হওয়ায় জেলা বিজেপিতে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দুধকুমারের মতো নেতাকে এড়িয়ে যাচ্ছে দল? এনিয়ে মুখ কুলুপ এঁটেছেন জেলার অধিকাংশ বিজেপি নেতা।



দুধকুমার নিজের ওই পোস্ট বলেন, তিনি বীরভূম জেলার একজন পুরনো নেতা। কিন্তু তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। দলের নেতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করছেন না। দলের মিটিং মিছিলে তিনি গেলেও এনিয়ে ঠিকমতো তাঁকে বলা হচ্ছে না। 


দুধকুমারের এহেন পোস্ট নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, দেখুন ওঁর মতো মানুষ যখন একথা বলছেন তখন এটি চিন্তার বিষয়। দুধকুমার মণ্ডলের মতো মানুষ সংগঠনে গুরুত্ব না পেলে তা বিজেপির জন্য বড় ক্ষতি। যারা সংগঠনে রয়েছে তাদের অনুরোধ দুধকুমারের মতো মানুষদের কাছে টেনে এনে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানো। এরকম এক পোস্ট দলের পক্ষে খুব একটা ভালো সংকেত নয়। দুধকুমারের মতো নেতা বিজেপি দলটিকে মানুষের সঙ্গে পরিচয় করেছিলেন। তাই তাঁর এই পোস্ট বেশ উদ্বেগের।


আরও পড়ুন-Kasba Suicide: ক্রিকেট খেলা নিয়ে মায়ের বকুনি, কসবায় ঘর থেকে মিলল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)