Shatabdi Roy: অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে দলের কী হবে, কড়া জবাব দিলেন শতাব্দী
২০২১ সালের জুন মাসে শেষবার বোলপুর জেলা তৃণমূলের কার্যালয়ে দেখা গিয়েছিলো শতাব্দী রায়কে। তারপর, এবার অনুব্রত মন্ডল গ্রেফতার হবার পর আবারও জেলা কার্যালয়ে দেখা গেলো শতাব্দীকে
প্রসেনজিত্ মালাকার: এসএসসি দুর্নীতি, গোরুপাচার মামলায় জড়িয়ে জেলে গিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় ও অনুব্রত মণ্ডল। পার্থকে পত্রপাঠ মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোনও কড়া ব্যবস্থা নেয়নি দল। বরং তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বীরভূমের রাজনীতিতে অনুব্রতর উপস্থিত না থাকাটা কি পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও ধাক্কা দেবে? সোমবার জেলা সফরে এসে সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিলেন শতাব্দী রায়।
আগামী ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের একটি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই আজ বোলপুরের তৃণমূল কার্যালয়ে একটি বৈঠক সারল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দনাথ সিংহ, এছাড়াও বীরভূম জেলার সব জেলা কমিটির মেম্বাররা। পাশাপাশি তৃণমূলের শাখা সংগঠনেরও নেতৃত্বরাও ছিল বলে খবর। এদিন বৈঠকে মূলত, আগামী ৮ তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে কি বক্তব্য পেশ করা হবে এবং বীরভূম জেলার তরফ থেকে কি বার্তা পৌঁছে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বিষয়ক আলোচনা হয়।
আরও পড়ুন-টানা ৬ ঘণ্টা জেরা, এসএসসি দুর্নীতি মামলায় ইডির জালে আরও ১ মিডলম্যান
ওই বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, আগামী ৮ তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করছে, করুক। শেষপর্যন্ত বীরভূম তৃণমূলেরই থাকবে। কেউ কিছু বললেই সত্যি হয়ে যাবে না।
উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে শেষবার বোলপুর জেলা তৃণমূলের কার্যালয়ে দেখা গিয়েছিলো শতাব্দী রায়কে। তারপর, এবার অনুব্রত মন্ডল গ্রেফতার হবার পর আবারও জেলা কার্যালয়ে দেখা গেলো শতাব্দীকে। প্রসঙ্গত, আসানসোল সংশোধনাগার সূত্রে খবর, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ছক কষছেন অনুব্রত মণ্ডল। জেল সূত্রে খবর, এখন অনেকটাই চাপমুক্ত অনুব্রত। শোনা যাচ্ছে কেষ্টবাবু এমনটাও বলছেন, জেলের ভেতরে থাকলেও পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল। বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। চড়াম চড়াম ঢাক বাজবে। উন্নয়ন রাস্তায় দেখা যাবে। জেলের ভেতর থেকে সেটা করা অসম্ভব নয়। অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্য়ায়ের এলাকায় গিয়ে অনুব্রতর হয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই অনেকটা চাঙ্গা অনুব্রত। শোনা যাচ্ছে জেলে অনুব্রত এমনটাও বলছেন, মমতার মতো নেত্রী পৃথিবীতে নেই।