প্রসেনজিৎ মালাকার: প্রাথমিকে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন খোদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিকে চাকরীহারাদের নিয়ে বোলপুরে বৈঠক তৃণমূল নেতার। তৃণমূল নেতা তথা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক এদিন প্রায় ৮০০ জন চাকরীহারাকে নিয়ে বৈঠক করেন। আইনি পথে যাওয়া সংক্রান্ত বিষয় সহ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। চাকরীহারা শিক্ষকেরাও এদিন কার্যত ভেঙে পড়েছেন।


প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি খুইয়েছেন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক।


২০১৬-১৭ সালে প্রায় ৪২ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৩৬ হাজার শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি খোয়ান তারা।


আরও পড়ুন: DA Protest: আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের


চাকরীহারাদের এই তালিকায় বীরভূম জেলায় রয়েছে প্রায় ৮০০ জন। এদিন, বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের জেলার চাকরি হারাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতা প্রলয় নায়েক। তিনি বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে রয়েছেন। দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Sukanta Majumdar | Abhishek Banerjee: ‘অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা', সিঙ্গুরের সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক সুকান্ত মজুমদার


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ও পর্ষদ আইনি পথে যাচ্ছে। যদি না যায় দলগত ভাবে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা গেল কার্যত ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকেরা। অনেকেই কিছু বলতে চাইলেন না। অনেকে আবার ক্ষোভ উগ্রে দিলেন।


বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল নেতা প্রলয় নায়েক বলেন, ‘আদালতের রায়কে সম্মান করি। তবে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ জানাব। রাজ্য সরকার ও পর্ষদ আইনি পথে যাবে। যদি না যায় আমরা দলীয় ভাবে আইনি লড়াই করব। দূর্নীতির কোন প্রশ্নই আসে না৷ আমি বলেছি, কেউ যেন বিভ্রান্ত না হন।‘


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)