Birbhum: রেশন ডিলার থেকে কোটিপতি, ৩০ টাকার টিকিটেই ঘুরল ভাগ্যের চাকা
প্রথম পুরস্কারের অধিকারির ছেলে জানান, বাবার এই টিকিট পেয়ে ভীষণ আনন্দিত তবে। বছর খানেক আগে পেলে আমাকে হয়তো লেখাপড়া ছাড়তে হতো না
নিজস্ব প্রতিবেদন: পেশায় রেশন ডিলার। জমি রয়েছে সামান্যই। নলহাটির ভগবতীপুরের বাসিন্দা ওই ব্যক্তি ৯ অগাস্ট সকালের ৩০ টাকার লটারি কেটে দুপুরের মধ্যে হয়ে গেলেন কোটিপতি। প্রথম প্রাইজে ১ কোটি টাকা এল তাঁর ঝুলিতে।
আরও পড়ুন-Chris Cairns: লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার!
যে কাউন্টার থেকে তিনি টিকিট কেটেছিলেন তার মালিকও ক্ষুদ্র টিকিট ব্যবসায়ী। এই প্রাইজের ফলে তারও ব্যবসার উঠেছে রমরমিয়ে।
টিকিট বিজয়ী জানান, যখন খবরটা জানতে পারি তখন লাফিয়ে উঠি। তবে এখনো হাতে টাকা মেলেনি। লটারি ইন্সপেক্টর এসে তদন্ত করে আমার বাঙ্কের তথ্য সহ টিকিট নিয়ে গেছে । ১০-১৫ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্ট ঢুকে যাবে। সরকারিভাবে যে প্রসেস রয়েছে সেগুলো সম্পন্ন হল।
আরও পড়ুন-Covid-19: যুবদের জন্য সুবর্ণ সুযোগ, এবার টিকা নিলেই মিলবে Apple AirPods
প্রথম পুরস্কারের অধিকারির ছেলে জানান, বাবার এই টিকিট পেয়ে ভীষণ আনন্দিত তবে। বছর খানেক আগে পেলে আমাকে হয়তো লেখাপড়া ছাড়তে হতো না। আমার পুলিসের চাকরির ইচ্ছা ছিল। তা পূরণ করতে পারিনি অর্থ ও পারিবারিক সমস্যার জন্য । বর্তমান আমি বাবার ব্যবসার সামাল দিই। সঙ্গে একটা বেসরকারি কাজে যুক্ত হয়ে গেছি । উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হাওয়ার পর কলেজ ভর্তি হতে পারি নি। তবে ছোটো বোন আছে। সে কলেজে প্রথম বর্ষের ছাত্রী। তার ইচ্ছা স্কুল শিক্ষিকা হাওয়ার। সেই স্বপ্ন পূরণ হবে। ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়া হয়েছে। তা থেকেও মুক্তি পাব। আমাদের মূলত দিন আনি দিন খাই এভাবে চলত। তবে বাবাকে বলব দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)