`সবাই নাচবে আমি দেখব, এরপর আমি খেলা শুরু করব`, BJP-র রথযাত্রা নিয়ে হুঁশিয়ারি Anubrata-র
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বিজেপির প্রস্তাবিত রথযাত্রা(Rath Yatra) নিয়ে তোপ দাগেন
নিজস্ব প্রতিবেদন: 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে' স্লোগান তুলে ইতিমধ্যেই বিরোধীদের আক্রমণের নিশানায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তারাপীঠে বিজেপির সম্ভাব্য রথযাত্রা নিয়ে তাঁর মন্তব্যে তোলপাড় জেলা রাজনৈতিক মহল।
আরও পড়ুন-এত প্রকল্পের টাকা আসবে কোথা থেকে, সবটাই Mamata-র প্রহসন, Budget নিয়ে সরব বিরোধীরা
শুক্রবার বীরভূমের কীর্নাহারে একটি জনসভা করেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি অরিজিত্ সিংহ, সাংসদ অসিত মাল, কাজল সেখ, করিম খান সহ জেলার একাধিক নেতা। সেখানেই অনুব্রত আওয়াজ তোলেন, বিজেপিকে এখান থেকে তাড়াতে পারেবন কিনা বলুন। পারবেন তো! রাজ্যে বিজেপির প্রচার সম্পর্কে তৃণমূল নেতা বলেন, প্রধানমন্ত্রী মোদী(Narendra Modi) শুধু মিথ্যে বলেন। বাংলার মানুষ বোকা নয়। রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যা করার প্রয়োজন তা করবেন। একমাত্র মমতা থাকলেই রাজ্যের উন্নয়ন হবে।
আরও পড়ুন-Modi-কে খুন করব ৫ কোটি ফেললেই, গ্রেফতার যুবক
অন্যদিকে, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বিজেপির প্রস্তাবিত রথযাত্রা(Rath Yatra) নিয়ে তোপ দাগেন। উল্লেখ্য।, শনিবার নবদ্বীপ থেকে বিজেপির রথযাত্রার সূচনা করবেন বিদেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর তারাপীঠ থেকে রথযাত্রা করবে বিজেপি। এদিন দলীয় অনুষ্ঠানেও যোগ দেবেন নাড্ডা। এনিয়ে অনুব্রত বলেন, 'ওই দিন সবাই নাচবে আমি দেখব। তারপর আমি খেলা আরম্ভ করলে ওরা দেখবে। '