অশোক মান্না: অপমান সহ্য করতে না পেরে অপনামে আত্মঘাতী এক গৃহশিক্ষক। তবে মৃত গৃহশিক্ষকের পরিবারের লোকজনেদের অভিযোগ যে তাদের ভাইকে পরিকল্পনা করে খুন করেছে এরপরই তার স্ত্রী ও পরিবারের লোকজন। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্তে নামে পুলিস। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, তার ভিত্তিতে তদন্ত পুলিস সেই ব্যক্তিকে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে গেলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Arjun Singh: 'রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে আমাকে খুনের জন্য, স্প্রে করে দিলেই মাল্টি অর্গ্যান ফেলিওর'


পূর্ণ ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠাচ্ছে পুলিস। ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেদের হাতে দেহ তুলে দেওয়া হবে বলেই পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে যে বুধবার রাত্রিতে প্রচণ্ড গণ্ডগোল হয়। এমনকী মারধর করে মৃত ব্যক্তিকে তার স্ত্রী-সহ স্ত্রীর পরিবারের লোকজন। এই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। সুসাইট নোটে একথাই উল্লেখ করেছে লিখেছে মৃত ব্যক্তি।


সেই সুসাইট নোট উদ্ধার করে পুলিস। এমনটাই বক্তব্য মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের। মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ মোল্লা, বয়স ৪৬ বছর,পেশায় গৃহ শিক্ষক। তার স্ত্রী আমিনা বিবি-সহ, আমিনা বিবির পরিবারের লোকজনেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃত আব্দুল রউফ মোল্লা পরিবারের লোকজন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চকবাগির ঘটনা। মৃত আব্দুল রউফ মোল্লা পরিবারের লোকজন বক্তব্য, গণ্ডগোল মারধর করত। তাদের ভাই আব্দুল রউফ মোল্লাকে সন্দেহ করত তার স্ত্রী আমিনা বিবি। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে ভেবেই প্রায়শই গণ্ডগোল মারধর করত।



আরও পড়ুন, Bardhaman: মিঠা মে তিখা! মিষ্টির সঙ্গে মেশানো ঝালের হালকা স্বাদে রসিকচিত্ত জয় কাঁচালঙ্কা রসগোল্লার...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)