নিজস্ব প্রতিবেদন: ক্যানালে আটকে পড়ল বাইসন। ঘটনাটি ঘটেছে সোমবার কালিম্পং জেলার নেওড়া রেঞ্জের  সাকাম বিটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিটে 'নেওড়া হাইড্রো লিমিটেডে'র প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টের একটি ক্যানেলের জলে আটকে পড়ে বাইসনটি।


খবর জানাজানি হতেই ভিড় উপচে পড়ে এলাকায়। বাইসনটি যাতে নিজেই সাঁতার কেটে ক্যানেলের জল থেকে বেরোতে পারে, তাঁরা সেই চেষ্টা করছিলেন। কিন্তু তাঁদের চেষ্টা বিফল হয়। খবর পেয়ে এলাকায় যান সাকাম রেঞ্জের বনকর্মীরা। তাঁরা বাইসনটিকে জল থেকে তোলার চেষ্টা করছেন। জানা গিয়েছে, বাইসনটি সাকামের জঙ্গল থেকেই ক্যানেলটিতে আসে। এখনও সেটি ক্যানেলের জলেই আটকে।


বন দপ্তরের আধিকারিকেরা জানান, বাইসনটির ওপরে নজর রাখা হচ্ছে। সেটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি অনুকূল না হলে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন:  সমস্ত পুজো প্যান্ডেলই NO ENTRY ZONE, জনস্বার্থ মামলায় রায় হাইকোর্টের