ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। বিশ্বভারতীতে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন প্রবীণ আশ্রমিকরা। আচার্য নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠাচ্ছেন তাঁরা। উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন  বোলপুরের সাংসদ অনুপম হাজরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন এত ধমক -চমক?  আসলে ছাত্রীদের যৌন হেনস্থায় নাম জড়ানো অস্থায়ী অধ্যাপক, উপাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর তাঁর নামেই কিনা বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেইনট কমিটিতে  নালিশ ঠুকেছেন ছাত্রীরা! ভালো চোখে দেখেননি স্বপনবাবু। উল্টে অভিযুক্ত অধ্যাপককেই পুনর্বহাল করেন। ২৪ ঘণ্টার কাছে সেকথা স্বীকারও করে নেন স্বপনবাবু।এখানেই শেষ নয়।  ক্লাসে ঢুকে পড়ুয়াদের ধমক দেওয়ার কথাও আমাদের কাছে মেনে নেন তিনি।


পুরো ঘটনার সময় প্রতিবাদ দূরে থাক, ক্লাসে দাঁড়িয়েই উপাচার্যের বেআইনি কাজে মদত দেন বিভাগীয় প্রধান বিপ্ল লৌহ চৌধুরীও।২৪ ঘণ্টায় এখবর  সম্প্রচার হতেই নিন্দার ঝড় শান্তিকেতনে। রেগে আগুন প্রবীণ আশ্রমিকরা। ভারপ্রাপ্ত উপাচার্যকে সরানোর দাবি তুলে আচার্য,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, রাষ্ট্রপতি  প্রণব মুখোপাধ্যায়কে মেল করেছেন সুবোধ মিত্র। কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরাও। সবমিলিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তকে ঘিরে আশান্তির কালো মেঘ কবিগুরুর শান্তিনিকেতনে।