নিজস্ব প্রতিবেদন : বিজেপির মিটিংয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়নপুরের আনুলিয়ায়। হামলার জেরে আহত হয়েছেন ২ বিজেপি কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির একটি মিটিং চলছিল। সেইসময়ই হামলা চালায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করে। পতাকা ছিঁড়ে দেয়। মারধর করা হয় দলীয় কর্মীদের।  হামলার জেরে আহত হন ২ বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন, প্রেমিক বন্ধুদের দিয়ে গণধর্ষণ করিয়েছিল, কোলাঘাটের সেই নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু!


যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই হামলার ঘটনা ঘটেছে। গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি।