নিজস্ব প্রতিবেদন : বাঁকুড়ার পর পঞ্চায়েতে বিজেপি জয় হাসিল করল পশ্চিম মেদিনীপুরেও। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ নম্বর ব্লকে ৪টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গড়বেতা-২ নম্বর ব্লকে মোট ১০টি গ্রাম পঞ্চায়েত। এরমধ্যে ৪টি গ্রাম পঞ্চায়েত নিজেদের কবজায় এনেছে গেরুয়া শিবির। বাকি ৬টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। উল্লেখ্য, গড়বেতা-২ নম্বর ব্লকের অন্তর্গত বাঘঘরা গ্রাম পঞ্চায়েতটি। সেই গ্রাম পঞ্চায়েতে জয় হাসিল করে নিয়েছেন বিজেপি প্রার্থী।


আরও পড়ুন, বাঁকুড়ায় ৫টি গ্রাম পঞ্চায়েত জয় বিজেপির, খাতা খুলছে উত্তর দিনাজপুরেও


বাঘঘরার জঙ্গলেই শিকার উত্সবে মৃত্যু হয়েছিল লালগড়ের রয়্যাল বেঙ্গলের। বহু চেষ্টা করেও লালগড়ের রয়্যাল বেঙ্গলকে বাগে আনতে পারেনি বন দফতর। তারপরই জঙ্গলে দক্ষিণরায়ের বল্লমবিদ্ধ নিথর দেহ মেলে। এই ঘটনায় প্রশ্ন উঠেছিল, পঞ্চায়েত ভোটে স্থানীয় ভাবাবেগকে গুরুত্ব দিতেই কি জঙ্গলের ওই নির্দিষ্ট এলাকায় শিকার উত্সব নিষিদ্ধ করেনি প্রশাসন? ভোটের ফল বেরতে দেখা গেল, কারণ যা-ই হয়ে থাকুক না কেন, ব্যালট বাক্সে 'বাঘ' মেরেছে বিজেপি। তৃণমূলের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে বাঘঘরা।


আরও পড়ুন, ভাঙড়ে ভোটের ফলে ছাপ ফেলল হোয়াটসঅ্যাপ মনোনয়ন, জয়ী নির্দল প্রার্থীরা