নিজস্ব প্রতিবেদন:  বিজেপি-র যুব মোর্চার বাইক মিছিল ঘিরে ধুন্ধুমারকাণ্ড কাঁথিতে। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত পরিস্থিতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশান্তির আশঙ্কা ছিলই। বৃহ্স্পতিবার সকালে বিজেপির যুব মোর্চা কর্মীরা বাইক মিছিল শুরু করতেই তেতে ওঠে পরিস্থিতি। পুলিস মিছিলের পথ আটকায়। প্রথমে বাদানুবাদ, পরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।


আরও পড়ুন: বিজেপির বাইক মিছিল নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য


প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি কাঁথি থেকে বাইক মিছিল করার কথা ছিল বিজেপির। ১৮ জানুয়ারি সেই মিছিল শেষ হবে কোচবিহারে। যদিও প্রথমে মিছিলে অনুমতি দেয়নি রাজ্য পুলিস। মিছিলের অনুমতি চেয়ে এর পর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা। বুধবার বিজেপির পক্ষেই রায় দেয় হাইকোর্টের। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বৃহস্পতিবার মামলাটির শুনানি রয়েছে হাইকোর্টে।


আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে ‘খুন’, হাঁসুয়ার কোপ ছেলেকেও


তার আগেই কাঁথি থেকে মিছিল বার করায় বিজেপির পথ আটকায় পুলিস। তারপরই ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিস।