ওয়েব ডেস্ক : বিজেপির ডাকা বনধ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সকালেই বিক্ষোভকারীরা ৩৪ নং জাতীয় সড়কের নেতাজী মোড়ে দুটি বাস ও কিছুটা দূরে একটি লরিতে ভাঙচুর চালায়।  জাতীয় সড়কে আটকে যায় বহু গাড়ি। পরে পুলিসের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যানচলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলা বাড়তেই আবার রায়গঞ্জ শহরে শুরু হয়ে যায় বিজেপির বাইক বাহিনীর দাপট। অভিযোগ, রায়গঞ্জ শহর ও শহর লাগোয়া এলাকায় জোর করে বন‍্ধ পালনে বাধ্য করছে তারা। অভিযোগ, কোথাও কোথাও নীরব দর্শকের ভূমিকায় পুলিস।


চোপড়ায় দলীয় মিছিলে গুলি-বোমা নিয়ে হামলার জেরে, গুলিবিদ্ধ হয়ে বিজয় সিংহ নামে এক BJP কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। দলীয় কর্মীকে খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার উত্তর দিনাজপুর বন‍্ধ ডেকেছে বিজেপি। তবে, বনধের জেরে বেসরকারি যাত্রী পরিবহণে প্রভাব পড়লেও, সরকারি বাস চলছে।


আরও পড়ুন, পাহাড়িয়া এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠ