ইস্যু কাটমানি: ১ জুলাই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপির
১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন : কাটমানি ইস্যুতে এবার জেলায় জেলায় বিক্ষোভ, তারপর দরকারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সভার ডাক দিল রাজ্য বিজেপি।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তার পরদিন অর্থাত্ ২ জুলাই, কাটমানি ইস্যুতে হাজরা মোড়ে সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হাজরা মোড়ে সভার অনুমতি না মিললে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই অবস্থান বিক্ষোভে বসবে তারা।
আরও পড়ুন, চারশো কোটি প্রশান্তকে দিতে হবে না, মমতাকে 'পরিত্রাণে'র উপায় বাতলে দিলেন মুকুল
প্রসঙ্গত, দলীয় নেতৃত্বকে তৃণমূল সুপ্রিমো কাটমানি নিয়ে থাকলে, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কাটমানি নেওয়ার অভিযোগে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ।