জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালিয়াগঞ্জে পুলিসের গুলিতে যুবক খুনের অভিযোগের প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলার বন্‍‍ধের ডাক দিয়েছে বিজেপি। আর বিজেপির বনধ নিয়েই বিতর্ক তুঙ্গে। কালিয়াগঞ্জকাণ্ডে আজ বারো ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দেয় গেরুয়া শিবির। এদিন সকাল থেকেই বনধ ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনার খবর আসতে থাকে। কোচবিহারে বাস ভাঙচুর হয়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থনকারীদের। কয়েকজনকে আটকও করা হয়। এছাড়া তুফানগঞ্জেও অশান্তির খবর পাওয়া যায়। মালদহ-আলিপুরদুয়ারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বনধ সমর্থকরা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Suvendu Adhikari | Santanu Sen: ‘নিজের জন্মদাতা পিতার সঙ্গেও বেইমানি করেছে’, শুভেন্দুকে আক্রমণ শান্তনু সেনের


কালিয়াগঞ্জকাণ্ডে বনধের প্রভাব পড়েছে রায়গঞ্জেও। বাজার উঠিয়ে দেয় বনধ সমর্থকরা। শিলিগুড়ি, বালুরঘাটে যান চলাচল স্বাভাবিক থাকলেও খোলেনি  একাধিক দোকান পাট। তবে উত্তরবঙ্গ বনধের কোনও প্রভাবই পড়তে দেখা গেল না পাহাড়ে। দোকানপাট-যান চলাচল স্বাভাবিক। এমনকী ছন্দে চা বাগান। কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলছে। শুক্রবার কালিয়াগঞ্জকাণ্ডে বারো ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়। প্রথমে বনধের ডাক দেন সাংসদ দেবশ্রী। তবে সায় নেই মন্তব্য করেন শমীক। এসবের মাঝে শেষমেশ সুকান্তের ঘোষণা করেন, বনধ হবেই।


তবে বিজেপির ডাকা বন্‍‍ধ মোকাবিলায় তৃণমূলের পাল্টা। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বন্‍‍ধ বিরোধী মিছিলের ডাক দেয় জোড়াফুল শিবিরের। পথে থাকছেন নেতা-কর্মীরাও। অন্যদিকে, কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে ১২ ঘন্টার ডাকা বনধকে সফল করতে শুক্রবার সকাল থেকেই পথে নামল বিজেপির কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে শহর জুড়ে বাইক র‍্যালি করে বিজেপির কর্মী সমর্থকরা। তবে রাস্তায় যাত্রীবাহী গাড়ির সংখ্যা খুবই কম। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস রাস্তায় নামলেও বেসরকারি পরিবহন বন্ধই রয়েছে।


এদিন সকালে দৈনিক বাজারের দোকানপাট সবই খুলেছে। নিত্য দিনের মতো বাজারও বসেছে। দোকানপাঠ কিছু খোলা এবং কিছু বন্ধ রয়েছে। বহু যাত্রী রাস্তায় গাড়ির অপেক্ষায় রয়েছেন ৷ তবে ছোট ছোট কিছু গাড়ি চলছে ৷ চা-বাগানগুলিতে কাজ হলেও, বিজেপি সংগঠনের শ্রমিকেরা কিছু কিছু বাগানে কাজে যোগদেয়নি। গঙ্গারামপুর মহকুমায়ও বন্ধের একই চিত্র। বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে থাকে গঙ্গারামপুর চৌমাথা এলাকায়। বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন ট্রাকসহ বিভিন্ন গাড়ি আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকরা।


তবে এদিন গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে কোন বেসরকারি বাস চলতে দেখা যায়নি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী  জানিয়েছেন, জেলায় বন্ধ শান্তিপূর্ণ ও সর্বাত্মক বালুরঘাট থেকে হরিরামপুর কুশমন্ডি থেকে হিলি সর্বত্রই স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। আলিপুরদুয়ারে টায়ার জালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকদের ৷ শহরের বক্সা ফিডার রোডে ওভারব্রিজের মুখে পথ অবরোধ করে টায়ার জালিয়ে দেয় ৷ দীর্ঘ তিনঘন্টা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর গেট বিজেপি কর্মীরা আটকে রাখার পর বিজেপি কর্মীরা সরে যেতেই গেট খুলে দেয় পুলিস। 



আরও পড়ুন, Bengal Weather Update: বৈশাখে রাজ্যে ভাসবে বৃষ্টিতে, আজ কোন কোন জেলা ভারী বর্ষণ?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)