নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনে ভুয়ো ভোটারের অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। রেয়াত করা হল না খোদ প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলেকেও ! তাঁকে  'মারধর' করলেন বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা। ধুন্ধুমার কাণ্ড খড়দহে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে অশান্তির সূত্রপাত? এদিন বিকেলে খড়দহে বন্দিপুরে আইডিয়াল অ্যাকাডেমির সামনে আচমকাই এক ভোটারকে জিজ্ঞাসাবাদ করেন বিজেপি প্রার্থী জয় সাহা। সচিত্র পরিচয়ও দেখতে চান। কেন? বিজেপি প্রার্থীর দাবি, 'বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এনে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল'। এরপর দলের প্রার্থীকে ঘিরে যখন 'গো-ব্যাক' দিতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা, তখন পাল্টা স্লোগান দেন বিজেপি সমর্থকরাও। দু'পক্ষের বচসা-হাতাহাতিতে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।


আরও পড়ুন: Covid 19: রাজ্যকে চিঠি কেন্দ্রের, কলকাতা ও হাওড়া নিয়ে উদ্বেগপ্রকাশ


এদিকে এই ঘটনায় আবার দলের কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের লাঠির আঘাতে জখম হয়েছেন খড়দহের প্রয়াত প্রাক্তন বিধায়ক কাজল সিনহার আর্যদীপ। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি সে। তাকে দেখতে হাসপাতালেও যান তৃণমূল সাংসদ সৌগত রায়। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। ভোটের দিন সকালেও কিন্তু 'ভুয়ো ভোটার'-কে ধরে ফেলার দাবি করেছিলেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর দাবি, তেঘরিয়ার শশীভূষণ বিদ্য়াপীঠের একজনে কাছে ৩০টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে। স্রেফ কমিশনে অভিযোগ দায়ের করাই নয়, রীতিমতো হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)