ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা শেষ হতেই হামলা। হামলা বিজেপি প্রার্থী ও সমর্থকদের বাড়ি ও দোকানে। অভিযুক্ত শাসকদল তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, বৃহস্পতিবার রাতে ভোটগণনা শেষ হতেই সোনারপুরের খেয়াদহ দু নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী কাকলি মণ্ডলের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রার্থীর অভিযোগ, ভোটের ফলে হারের পরেই তার দোকানে হামলা হয়। বিজেপি কর্মী ,সমর্থকদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। স্থানীয় একটি ক্লাবেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। 


মৃত প্রিসাইডিং অফিসারের পরিবারের পাশে সরকার, জানালেন মমতা


সোনারপুরের আড়াপাঁচ এলাকাতেও বিজেপি প্রার্থী হারের পরেই এলাকায় হামলার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী মধ্যম সর্দারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।