নিজস্ব প্রতিবেদন: ছত্রধর মাহাতের বিরুদ্ধে এক দশক পুরনো কিছু মামলা নিয়ে সম্প্রতি সক্রিয় হয়েছে এনআইএ।  গত ২৫ ও ২৬ অগাস্ট তাঁকে জেরা করা হয়েছে। ফের জেরা করা হবে এ সপ্তাহে অন্য একটি মামলায়। এনিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন ছত্রধর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সাসপেনশন না তুললে উঠব না, সংসদ ভবনের বাইরে রাতভর ধর্নায় ডেরেক-সহ ৮ বিরোধী সাংসদ


সোমবার বাঁকুড়ার বক্সি বাজারের এক সভায় ছত্রধর বলেন,  গত লোকসভা নির্বাচনের পর জঙ্গলমহলের মানুষ বুঝতে পারছে বিজেপি কুৎসা রটিয়ে দাঙ্গা বাধাতে চায়। কিন্তু মানুষ শান্তি চায়। তাই জঙ্গলমহলের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে এখান থেকে উৎখাত করবে। এটা বুঝতে পেরেছে বিজেপি। বিজেপি  রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে আমাদের দলের অনেককেই এনআইএ-র ভয় দেখাচ্ছে।


জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা এদিন বলেন, পশ্চিমবঙ্গের আদালতগুলিতে বহু মামলা বিচারাধীন থাকলেও শুধুমাত্র আমার দুটি মামলাকে নেওয়া হয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না।  আমার ওপরে যত বেশি উৎপীড়ন ও চাপ সৃষ্টি করা হবে তত বেশি জঙ্গলমহলের মানুষ আমাদের পাশে আসবে।


আরও পড়ুন-লড়াই সংসদের বাইরেও, কৃষি বিলের বিরুদ্ধে মঙ্গলবার থেকে রাস্তায় নামছে তৃণমূল


জঙ্গলমহলের উন্নয়ণ প্রসঙ্গে ছত্রধর বলেন, একটা সময় আমরা যে উন্নয়নের জন্য আন্দোলন করেছি আজ জঙ্গলমহলে সেই কাজ হয়েছে। শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নয় বিনোদন ও পর্যটন শিল্পের প্রভূত উন্নতি হয়েছে


বাঁকুড়ার বক্সি বাজারে ছত্রধর মাহাতোর সভা নিয়ে বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ছত্রধর মাহাতো বিভিন্ন দুস্কর্মের সঙ্গে যুক্ত।  তাকে দলে পদ দিয়ে জঙ্গলমহলে নিয়ে এসে নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। সেই চেষ্টা সফল হবে না।