মরণকালে হরিনাম! আয়ু তো মোটে ছ`মাস! পুরোহিত ভাতা নিয়ে মমতাকে কটাক্ষ রাহুলের
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুজোর মাস থেকে এবার পুরোহিতরাও ভাতা পাবেন
নিজস্ব প্রতিবেদন: মরণকালে হরি নাম করছেন মুখ্যমন্ত্রী! পুরোহিতদের ভাতা নিয়ে পাল্টা ময়দানে নামল বিজেপি। সাংবাদিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "জয় শ্রীরাম শুনলে যে মুখমন্ত্রী রেগে যেতেন, এখন তিনিই রামায়ন, মহাভারত, বৈষ্ণব পদাবলী নিয়ে মেতে উঠেছেন। বিদায়ের শেষ লগ্নে এসব কথা মনে পড়ছে তাঁর।"
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুজোর মাস থেকে এবার পুরোহিতরাও ভাতা পাবেন। দরিদ্র পুরোহিতদের জন্য বাংলার আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে। এখনও পর্যন্ত ৮ হাজার পুরোহিত আবদেন করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন- একুশে মমতার মাস্টারস্ট্রোক! পুজোর মাস থেকেই ভাতা পাবেন পুরোহিতরা
পাশাপাশি মমতার ঘোষণা, বিষ্ণুপুর সংগ্রহশালায় থাকা সংস্কৃত নথি ডিজিটাল ফরম্য়াটে পুনরুদ্ধার করা হবে। বহু লুপ্ত প্রায় নথি এবার জীবন পাবে। জীর্ণ মন্দির-মসজিদের সংস্কারের কাজ হবে। রাজ্যে সনাতনী ধর্মের তীর্থস্থান তৈরি হবে বলে জানান মমতা। তবে, রাহুলের কটাক্ষ, মিথ্যাচারে মুখ্যমন্ত্রী বিশ্ব রেকর্ড গড়ছেন। আয়ু তো মাত্র ছয় মাস। এতদিন মনে পড়েনি। বিদায়কালে দরাজ হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।