নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বিজেপির দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণা থানার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামে। এলাকার বিজেপির মন্ডল সভাপতি রাজীব পালের অভিযোগ, সোমবার রাতে মেদিনীপুরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সেরে ফেরার সময়ই তৃণমূল কর্মী, সমর্থকরা একাজ করেন। রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকরা গ্রামের একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়। 


এই ঘটনায় এলাকার তৃণমূল নেতা তাপস  ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পুরো বিষয়টি পুলিসকেও জানিয়েছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তাপস ঘোষ। তিনি পাল্টা দাবি করেছেন, তৃণমূলের পাশেই আছে সমস্ত মানুষ। তাই বিজেপির পতাকা ছেঁড়ার তাঁদের কোনও প্রয়োজন নেই। প্রচারে আসার জন্য এইসব করছে বিজেপি।


আরও পড়ুন, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে তৃণমূল


উত্তরবঙ্গে BJP-এর ডাকে ১২ ঘণ্টা বনধ! বিক্ষিপ্ত অশান্তি কোচবিহার ও আলিপুরদুয়ারে