নিজস্ব প্রতিবেদন: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়েই দুপক্ষের সংঘর্ষ। রবিবার ওই ঘটনায় আহত হন ১১ বিজেপি সমর্থক। এপর্যন্ত হয়তো ঠিকই ছিল। কিন্তু নবনিযুক্ত জেলা বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন দলের মহিলারাই। তারই জেরে গ্রেফতার দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সাধারণ সম্পাদক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেউ 'চেয়ার ছাড়া' করতে পারবে না, কাজের শেষ দিনে হেসে বললেন বিদায়ী মুখ্যসচিব


রবিবার বারুইপুরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজার পৌঁছতেই তাঁকে ঘিরে জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। এনিয়ে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি বেধে যায়। মারামারিতে ৫ জন গুরুতর আহত হন। শুধু তাই নয় অভিযোগ ওঠে জেলা সভাপতির উপস্থিতিতেই পার্টি অফিসের মধ্যেই মহিলাদেরও হেনস্থা করা হয়েছে। গায়ে হাত দেওয়া হয়, শাড়ি ধরে টানাটানি করা হয়েছে।


আরও পড়ুন-IPL 2020: করব, লড়ব, জিতব ... রাজস্থানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় কিং খানের নাইটদের 


ওই ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপি মহিলা মোর্চার তরফে এনিয়ে বারুইপুর থানায় অভিযোগ করেন মুধুস্মিতা রায়। ওই অভিযোগের ভিত্তিতেই বুধবার সন্ধেয় গ্রেফতার করা হল স্বরূপ দত্তকে। অভিযুক্ত নেতাতে বৃহস্পতিবার বারুইপুর আদালতে তুলবে পুলিস।