Daspur: দেওয়াল কার? নির্বাচন ঘোষণার আগেই দেওয়াল দখলের লড়াইয়ে তৃণমূল-বিজেপি
এক কথায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গে। ঘাটালের সিপিআইএম জেলা নেতা অশোক সাঁতরার দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় সভা বা মিছিল তারা করবেন না। শীতল বাবুর দাবি উন্নয়ন স্তব্ধ হয়ে আছে নির্বাচন ঘোষণা দ্রুত হোক এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠন হলে আবার উন্নয়নের কাজ শুরু হবে।
চম্পক দত্ত: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগেই দেওয়াল দখল করতে মরিয়া বিজেপি। প্রার্থীর নাম ফাঁকা রেখেই চলছে দেওয়াল দখলের কাজ। অপরদিকে তৃণমূল এখনও দেওয়াল দখলে না নামলেও, দিদির সুরক্ষা কবচ বা দিদির দূত হয়ে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল। অবশ্য ভোটের আগে বিজেপি তৃণমুলের এই প্রচারকে গুরুত্ব দিচ্ছে না বামেরা। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ঘাটাল দাসপুরে প্রার্থীর নাম উহ্য রেখে দেওয়াল লেখার প্রচারে সবার থেকে এগিয়ে বিজেপি।
এক কথায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গে। এখন শুধু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক দলগুলি। ঘাটাল বিধানসভা বিজেপির দখলে। বিজেপি বিধায়ক শীতল কপাট দলের কর্মীদের নিয়ে দেওয়াল দখল শুরু করেছেন। রং-তুলি হাতে নিয়ে দেওয়াল লিখতে ব্যস্ত ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শীতল বাবুর দাবি উন্নয়ন স্তব্ধ হয়ে আছে নির্বাচন ঘোষণা দ্রুত হোক এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠন হলে আবার উন্নয়নের কাজ শুরু হবে।
ঘাটালের সিপিআইএম জেলা নেতা অশোক সাঁতরার দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় সভা বা মিছিল তারা করবেন না। তাদের কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকেন তারা প্রত্যেকটি ভোটারের কাছে বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করছেন। ভোটের মুখে প্রচারের চমকে বিশ্বাসী নন তারা এমনই মত ঘাটালের সিপিআইএম নেতৃত্বের।
অপরদিকে শাসকদল তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইতে দাবি, ‘রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার কর্মসূচি, দিদির সৈনিক, দিদির দুত এই কর্মসূচিগুলির উপর ভর করেই পঞ্চায়েত নির্বাচনে লড়বেন তাঁরা। তাঁর দাবি জনমুখী প্রকল্পের জন্য প্রত্যেকটি মানুষের মনে রয়েছেন মমতা ব্যানার্জি তাই পঞ্চায়েত নির্বাচনে দুই হাত ভরে আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসকে’।
আরও পড়ুন: Jalpaiguri: সমপ্রেম? যুবকের বাড়ির সামনে এবার ধরনায় আরেক যুবক....
অপরদিকে প্রচারে একই ছবি ঘাটাল মহকুমার দাসপুরেও। দাসপুর-২ ব্লকের খাঞ্জাপুর অঞ্চলে দেওয়াল লিখনের মাধ্যমে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। ওই অঞ্চলের বিজেপি নেতা নির্মল দোলইয়ের দাবি, ‘দূর্নীতিগ্রস্থ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। তাঁরা চাইছে বিজেপিকে। মানুষের দাবি মতো আমরা আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিয়েছি দেওয়াল লেখার মাধ্যমে। প্রার্থীর নাম উহ্য রেখেই চলছে দেওয়াল লেখা’। দাসপুরে বিজেপির দেওয়াল লেখার সঙ্গে ভিতরে ভিতরে তৃণমূলেরই একাংশের সেটিংয়ের তত্ত্ব সামনে এনে সিপিএমের জেলা কমিটির সদস্য তথা দাসপুরে সিপিএম নেতা গুনধর বোস বলেন, ‘আমাদের কাছে গোপন খবর আছে বিভিন্ন অঞ্চলে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটআপ চলছে। প্রার্থী না করলে বিজেপির ডামি প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে হারানোর ছক কষা চলছে। আর বিজেপির এই দেওয়াল লিখনে তৃণমূলেরই বিভিন্ন গোষ্ঠী রয়েছে। তারাই করাচ্ছে ভিতরে ভিতরে। বিজেপি পশ্চিমবঙ্গে আসতে পারবে না’। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুরে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। জোরকদমে চলছে প্রচার।