নিজস্ব প্রতিবেদন: বর্ধমানে দিলীপ ঘোষের সামনে প্রকাশ্যে দলীয় কোন্দল। বিজেপি রাজ্য সভাপতির উপস্থিতিতে দল পরিচালনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন জেলা যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। 'কিছু পেটুয়া কর্মীদের নিয়ে দল চলছে', অভিযোগ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন বর্ধমানের দলীয় কার্যালয়ে যান দিলীপ ঘোষ। অভিযোগ, তখনই বাইরে হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। রাজ্য সভাপতিকে তাঁর কিছু কথা বলার আছে বলে দাবি করেন তিনি। যদিও অন্য বিজেপি কর্মীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। ফলে বাইরেই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল গোস্বামী।


আরও পড়ুন: পড়ে নষ্ট হচ্ছে পানীয় জল, বিন্দুমাত্র চিহ্ন নেই সচেতনতার


আরও পড়ুন: পাচারকারীদের পরিকল্পনা বানচাল, শিলিগুড়িতে নাবালিকাকে বাঁচালেন গাড়ির চালক


তিনি অভিযোগ করেন, বর্তমানে কয়েকজন 'ধান্দাবাজ' বিজেপি পরিচালনা করছে। দীর্ঘদিনের কর্মী হয়েও তিনি দলে ব্রাত্য। দল তাঁর পাশে নেই। তাঁর আরও অভিযোগ, ভোটের ফর প্রকাশের পর তৃণমূল তাঁর বাড়ি ভেঙে দিয়েছে। তাও দলের কাউকে পাশে পাননি। যদিও এই বিক্ষোভের বিষয়ে মুখ খোলেননি রাজ্য বিজেপি সভাপতি। বৈঠক শেষে বর্ধমানের দলীয় কার্যালয় ছাড়েন দিলীপ ঘোষ। তবে এই প্রথম নয়, আগেও বর্ধমানে একাধিকবার প্রকাশ্যে এসেছে গেরুয়া শিবিরের কোন্দল। বিধানসভা ভোটের আগে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছিল দলেরই একাংশের বিরুদ্ধে। তবে রাজ্য বিজেপি সভাপতির সামনে এমন বিক্ষোভ নজিরবিহীন বলেই মনে করেছে রাজনৈতিক মহল।