নিজস্ব প্রতিবেদন : ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল মন্ডল সভাপতির বিরুদ্ধে। এঘটনায় জখম বিজেপি কর্মী ক্ষীরপাই থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আহত বিজেপি কর্মীর নাম সুজয় দলুই। বিজেপি ক্ষীরপাই মন্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ সুজয় দলুইয়ের অভিযোগ, শনিবার রাতে বিজেপির ক্ষীরপাই মন্ডলের মন্ডল সভাপতি সুশান্ত মন্ডলের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর উপর চড়াও হন। তাঁকে মারধর করেন। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেন। সুজয় দলুইয়ের আরও অভিযোগ, শনিবার রাতে এলাকারই এক তৃণমূল কর্মীকে নিয়ে তিনি বাইক করে কাজে যাচ্ছিলেন। আর তখনই সুশান্ত মন্ডলের নেতৃত্বে তাঁর ওপর অতর্কিতে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি তাঁকে বাড়ির মধ্যেও আটকে রাখা হয়।


আরও পড়ুন, 'এই মাইনেয় সংসার চলে না', অভাবের তাড়নায় বিষ খেয়ে আত্মঘাতী পার্শ্বশিক্ষক


যদিও সুজয় দলুইয়ের অভিযোগ অস্বীকার করেছেন সুশান্ত মন্ডল। তাঁর পাল্টা দাবি, "উনি বিজেপির শক্তিকেন্দ্রের প্রমুখ নন। উনি রাতের অন্ধকারে কেন তৃণমূল কর্মীকে নিয়ে যাচ্ছেন? তা দেখতে পেয়ে বিজেপি কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। মারধরের কোনও ঘটনাই ঘটেনি।" এদিকে এঘটনায় আজ চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুজয় দলুই নামে ওই বিজেপি কর্মী। এই ঘটনার জেরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর।


আরও পড়ুন, একশো পার করে পরলোকে দিদা, দিঘায় নেচে-গেয়ে শেষযাত্রায় নাতি-নাতনিরা