নিজস্ব প্রতিবেদন: সন্দেশখালি সংঘর্ষ নিয়ে নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কোনও দাঙ্গা হলে রাজ্য সরকারের পাশাপাশি তার দায় কেন্দ্রেরও। মমতার দাবি, সীমান্তে অনুপ্রবেশে মদত দিচ্ছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন মমতা বলেন, 'কোথাও দাঙ্গা হলে তার দায়িত্ব তো কেন্দ্রেরও। সীমান্তে কেন অনুপ্রবেশ হবে? ভোটের সময় কারা এসেছিল বাংলাদেশ থেকে? শুধু সংখ্যালঘুরাই অনুপ্রবেশ করে, আর কেউ করে না? অনেকেই করে। বিজেপি করলে দোষ হয় না।' 


পুলিস যখন তার কথা শোনে না, মমতার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মুকুল


এক্ষেত্রে বাংলাদেশি অভিনেতা আব্দুন নুরের প্রসঙ্গ টানেন মমতা। বলেন, 'একজন বাংলাদেশি অভিনেতা তৃণমূলের মিছিল দেখে দাঁড়িয়ে পড়লে তার ভিসা বাতিল করা হচ্ছে। ওদিকে বিজেপি বাংলাদেশি অভিনেত্রীকে দলে যোগদান করালে কিছু হয় না।' গোটাটাই পরিকল্পনামাফিক হচ্ছে বলে জানান তিনি। 


বলে রাখি, গত শনিবার রাতে উত্তর ২৪ পরগনার ন্যাজাটে বিজেপি - তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ বিজেপি কর্মীর। মৃত্যু হয় ১ তৃণমূল কর্মীরও। এর পর রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সরব হয় বিজেপি-সহ বিরোধীরা।