নিজস্ব প্রতিবেদন : ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন তোলার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ভুয়ো রেশন কার্ড নিয়ে রেশন তোলার সময় হাতেনাতে ওই বিজেপি নেতাকে ধরেন স্থানীয়রা। তারপর পুলিসের হাতে তুলে দেয় এলাকাবাসী। অভিযুক্ত ওই বিজেপি নেতা নাম স্বপন সরকার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের অভিযোগ, স্বপন সরকার নামে ওই ব্যক্তি ভুয়ো রেশন কার্ড নিয়ে রেশন তুলছিলেন। বর্তমানে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর সেই রেশন নিতে ১৯টি কার্ড সঙ্গে করে নিয়ে আসতেন স্বপন বাবু। বুদবুদের আ্যমুনেশন রোডের রেশন দোকান থেকে রেশন তুলছিলেন তিনি।। তাঁর রেশন তোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই বুদবুদ পঞ্চায়েতের সদস্যদের খবর দেন।


এরপরই খোঁজ করে দেখা যায়, স্বপন সরকারের কাছ থাকা ১৯টি কার্ডের মধ্যে মাত্র ৪টি কার্ড সঠিক। বাকি কার্ডের উপভোক্তাদের আর কাউকেই পাওয়া যায়নি। এরপরই এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । বুদবুদ ফুড অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। অভিযুক্ত বিজেপি নেতাকে বুদবুদ থানার পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা।


খবর পেয়ে উত্তেজিত জনতাকে শান্ত করতে পৌঁছন গলসি-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায়ও। তিনি বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, এ ধরনের রেশন কার্ড রাখা উচিৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি রমন শর্মা। পাশাপাশি, তৃণমূলের রেশন দুর্নীতির বিরুদ্ধেও প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য পাল্টা হুঁশিয়ারি দেন তিনি।


আরও পড়ুন, পঙ্গপাল আতঙ্ক এবার ঝাড়গ্রামে! বিঘের পর বিঘে ফসল সাবাড় পতঙ্গদলের