নিজস্ব প্রতিবেদন: শিয়রে বিধানসভা ভোট। বেআইনি অস্ত্র-সহ ধৃত নেতার মুক্তির দাবিতে দফায় দফায় বিটি রোড অবরোধ করলেন বিজেপি (BJP) কর্মীরা। থানায় ঢুকে চলল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ পুলিসের। রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardaha)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BJP-র সভামঞ্চে ভাঙচুর-গুলি, ধুন্ধুমারকাণ্ড কোচবিহারের দিনহাটায়


ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। বিজেপি-র (BJP) মণ্ডল যুব সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করে পুলিস। তাঁর কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে খবর। এরপরই দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে প্রথমে বিটি রোড (BT Road) অবরোধ করেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। কোনওমতে তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে সরিয়ে দেন পুলিসকর্মীরা। কিন্তু তাতেও লাভ হয়নি। কিছুক্ষণ পর ফের অবরোধ শুরু হয় বিটি রোডে (BT Road)। দ্বিতীয়বার পুলিস যখন অবরোধ তুলতে যায়, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাস্তা থেকে এবার সটান খড়দহ থানায় (Khardaha Police Station) ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। পুলিসের অভিযোগ, থানায় ঢুকে হামলা চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি প্রায় হাতের নাগালের বাইরে চলে যায়। বাধ্য হয়ে পুলিস লাঠিচার্জ করে। বিজেপির (BJP) দাবি, পুলিসের লাঠির আঘাতে জখম হন দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের প্রত্যেকেই ভর্তি ব্যারাকপুরের বিএন বসু  হাসপাতালে।  পুলিস সূত্রে খবর, থানায় হামলায় ঘটনায় এখনও পর্যন্ত  গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।


আরও পড়ুন: ঐতিহ্যে ছেদ, পৌষমেলা ছাড়াই বিশ্বভারতীতে পৌষ উৎসব


উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় এদিন আবার বিজেপির (BJP) পথ সভায় হামলার অভিযোগ ওঠেছে। গেরুয়াশিবিরের দাবি, এলাকায় আলো নিভিয়ে তাদের কর্মী-সমর্থকদের বেধড়ক মারধর করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদে দমদম থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।