নিজস্ব প্রতিবেদন: নদিয়ার চাকদহে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। বেধড়ক মারধরের পর হাত কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যক্তি ভর্তি হাসপাতালে। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। অহেতুক রাজনীতি করা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BJP কর্মীদের উপর হামলার অভিযোগ, Suvendu-র সভা শেষে রণক্ষেত্র কাঁথি


আক্রান্তের নাম রতন বর্মন। বাড়ি, চাকদহের চাদুরিয়া তামলি পাড়ায়। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত রতন। পরিবারের লোকেদের দাবি, চাকদহ বিধানসভা এলাকার ১৯ নম্বর বুথের সভাপতি তিনি। শনিবার রাতে যখন বাড়ি ফিরছিলেন, তখন ওই বিজেপি কর্মীর উপর বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। বেধড়কের মারধরের ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয় হাত! বিজেপির অভিযোগ, তাদের দলের বুথ সভাপতির উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দোষীদের শাস্তির দাবিতে রবিবার সকালে স্থানীয় শিমুরালি বাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। 


আরও পড়ুন: পরকীয়ার জেরে খুন স্বামীকে, কিনারা হল বস্তাবন্দি দেহ-রহস্যের


যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তৃণমূল এই ধরণের ঘটনা সমর্থন করে না। তদন্তে নেমেছে পুলিস।