নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেতাকে মারধর, দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ঘিরে ধুন্ধুমার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনায় বিজেপির বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের অভিযোগ, গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেইসময় তৃণমূল যুব নেতা সুব্রত দের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মী তার ওপর চড়াও হয়। ভাঙচুর চালানো হয় দলীয় কার্যালয়েও। অভিযোগ, একদল লোক লাঠি নিয়ে বিজেপির ওই দলীয় কার্যালয়ে হামলা চালায়। 


আরও পড়ুন:  গত একদিনে বাংলায় করোনা সংক্রমণ ৩,৪৫৯ জনের, পাল্লা দিচ্ছে করোনাজয়ীরাও


বিজেপির অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতা শ্যামল সরকার। ওই বিজেপি নেতাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, হামলাকারীরা লাঠি ও মোটা লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে চম্পট দেয়। বিজেপির অভিযোগ উড়িয়েছে তৃণমূল। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিস।