নিজস্ব প্রতিবেদন: আরামবাগ শহরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদযাত্রা। দৌলতপুর পার্টি অফিস থেকে গোটা শহর ঘুরে এ ডিও অফিসের সামনে এসে একটি সভাও করেন বিজেপি। তার আগে পদযাত্রা চলাকালীনই গোঘাটের প্রাক্তন বিধায়ক সহ  ফরোয়ার্ড ব্লকের অসংখ্য নেতাকর্মীরা এদিন বিজেপিতে যোগদান করেন। তারাও পদযাত্রায় পা মেলান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আপাতত ‘থামল’ রথ, পদযাত্রায় বিকল্প ভাবনা বঙ্গ বিজেপির


পদযাত্রা শেষে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সভা থেকে বলেন, “রথযাত্রা যত দিন না শুরু হচ্ছে তত দিন আমাদের  পদযাত্রা  চলবে। এসব ডিএম অফিস, এসপি অফিস, এসডিও অফিসে  আমরা লাগাতার কর্মসূচি করব।”


আরও পড়ুন- বিজেপির দেওয়া ৫ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন কাঁকসার নিহত দলীয় কর্মীর বাবা-মা, দিদি


তিনি আরও বলেন, “আজকের এত বড় মিছিল দেখে টিএমসি ঠাণ্ডাতেও ঘুমাতে পারবে না। কাঁথা চাপা দিয়েও হাত পা কাঁপবে সারা রাত। আমরা সভা করতে চেয়েছিলাম। অনুমতি দিল না।  এমন একটা ভাব, যে বিজেপি একটা সভা করলে তৃণমূল সরকার পড়ে যাবে। পড়বে, যেদিন বিজেপি চাইবে সেদিনই পড়বে। আমরা জানি পশ্চিমবঙ্গে কোনও  গণতন্ত্র নেই। তাই পঞ্চায়েতে ৩৪% আসনে প্রার্থী দিতে দেওয়া যায়নি।” তাঁর মন্তব্য, “কারও বাড়িতে বাচ্চা হলে কেউ কেউ নাচানাচি করে। কারা নাচে তা নিশ্চয়ই আপনারা জানেন। তাই বলছি অন্যের সুখে দুঃখে নাচবেন না। অনেক নেচেছেন। এবার কান্নাকাটি করার দিন আসছে আপনাদের।”


আরও পড়ুন- একই বাড়িতে দুই বান্ধবীর আত্মহত্যা, কারণ ঘিরে ধোঁয়াশা


তৃণমূলকে আরও কড়া ভাষায় আক্রমণ করে   দিলীপ ঘোষ এও বলেন, “যারা আমাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে তাদের নাম লিখে রাখুন। সব দেখে নেব। ওদের কিছুই ভোগ করতে দেব না। এখন যেখানে বিজেপি করলে অপরাধ হয় এক দিন টিএমসি করলেও সেই অপরাধই হবে।”


আরামবাগ শহরে বড় মদের ভাটি আছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “এখন আরামবাগে কুটির শিল্পের নামে মদ তৈরির কারখানা হচ্ছে।”