Gadadhar Hazra in TMC: `দিলীপ ঘোষের কথা শুনে সোনা খুঁজতে গিয়েছিলাম; পাইনি`, ঘরে ফিরে বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
তৃণমূলে ফিরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন গদাধর
প্রসেনজিত্ মালাকার: মুকুল রায়ের হাত ধরে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। প্রায় ৩ বছর সেখানে কাটানোর ফের ঘাসফুলে ফিরলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। নানুরে আজ তৃণমূলের এক কর্মী সম্মেলনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বীরভূমের এই বিজেপি নেতা।
একুশের বিধানসভা নির্বাচনের পর একে একে ঘরে ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের মতো ঘরছাড়া তৃণমূল বিধায়ক-এমপিরা। এবার ঘরওয়াপসি হল বীরভূমের গদাধর হাজরার।
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নানুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন গদাধর হাজরা। জয়লাভ করে বিধায়কও হয়েছিলেন। ২০১৬ সালে ফের নানুর আসন থেকে নির্বাচনে লড়াই করেন। কিন্তু সিপিএমের কাছে পরাজিত হন। এরপর ২০১৯ সালে মুকুল রায়কে অনুসরণ করে দিল্লি গিয়ে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেন একসময়ের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ গদাধর হাজরা।
সম্প্রতি বীরভূম জেলা সভাপতির নির্দেশে অঞ্চলে অঞ্চলে শুরু হয়েছে তৃণমূলের কর্মী সম্মেলন। শনিবার নানুরের কীর্নাহার ২ নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন অনুষ্ঠাতি হয়। সেখানেই তৃণমূল নেতা অভিজিত্ সিনহা ও বোলপুর লোকসভার সাংসদ অসিত মালের হাতে থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
তৃণমূলে ফিরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন গদাধর। প্রাক্তন বিজেপি নেতা এদিন বলেন, দিলীপ ঘোষের কথা শুনে সোনা খুঁজতে গিয়েছিলাম। পাইনি সোনা। বিজেপি একটা হিজড়ের দল। কেউ বিজেপি করবেন না।
আরও পড়ুন-''সবকিছুর জন্য দায়ী পরিবার, শান্তি চাই'', আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের