নিজস্ব প্রতিবেদন:  CAA বিরোধী প্রতিবাদে বিক্ষোভরত পড়ুয়ারা আসলে ‘চিরকুট’। ঘা দিলেই পালাবে। এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সায়ন্তন বসু। তাঁর বাক্যবাণ এখানেই শেষ হয়নি। সোমবার মেদিনীপুর শহরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সায়ন্তনের কটাক্ষ, গোটা পঞ্চাশ ছেলেপুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন। যতই লাফালাফি করুক বিজেপি ৫ হাজার লোক এসে ওদের তুলে নিয়ে যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একের পর এক তোপ সায়ন্তন বসুর। প্রজাতন্ত্র দিবসের দিনে উলবেরিয়ার পার্টি অফিসে গিয়ে ভারত মাতার পুজোয় অংশগ্রহণ করেন তিনি। সেখানে তোপ দাগেন, “ভারত মাতার পুজো করা যাবে না। অথচ যারা ট্রেনে বাসে আগুন ধরাবে, মানুষকে মারবে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে।” তৃণমূলের অরূপ রায়কে লুঙ্গিবাহিনীর নেতা বলে কটাক্ষ করেন তিনি। হাওড়ায় ভারতমাতার পুজো নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেশি কিছু জায়গা নিষেধাজ্ঞা জারি করা হয়। তা অমান্য করেই গতকাল ভারতমাতার পুজো করেছে বিজেপি। সায়ন্তন বলেন, “ভারতমাতার পুজো ভারতে হবে না, হাওড়াতে হবে না, তবে, কি করাচি, চট্রগ্রামে হবে?”


আরও পড়ুন- তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হাসনাবাদে, বাড়ি ফিরেই আত্মহত্যা অষ্টম শ্রেণির ছাত্রীর


আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন সায়ন্তন। তাঁর কথায়, চুরি করছে তৃণমূল। আবার নিজেরাই কথা বলছে। ছাত্রসমাজে বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিজেপি নেতার কটাক্ষ, দিদিমণি কলকাতাকে লন্ডন বানাবে বলেছিলেন, এখন দেখছি করাচি হতে চলেছে।