উত্তপ্ত খেজুরিতে বিজেপিনেতার বাইক মিছিল, উঠল `জয় শ্রীরাম` স্লোগান
সোমবার সকাল থেকে অবরোধ উঠলেও এলাকা থমথমে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট। এলাকায় মাইক বেঁধে প্রচার চালাচ্ছে বিজেপি। চলছে বাইক মিছিল। তৃণমূল সমর্থকদের এদিন কার্যত দেখা যায়নি।
নিজস্ব প্রতিবেদন: এখনও উত্তপ্ত খেজুরি। অশান্ত এলাকায় বাইক মিছিল করলেন বিজেপির জেলা সভাপতি তপন মাইতি। খেজুরিতে তৃণমূলের লিড ৭২০০। বীরবন্দর, কন্ঠিবাড়ি, তল্লা ব্রিজ এলাকায় দিনভর চলে 'জয় শ্রীরাম' স্লোগান।
গত ৩দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি।
সনৎ মাইতি নামে এক স্থানীয় বিজেপি নেতাকে মারধরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। দোষীদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামের ধাঁচে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিজেপি। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। বিধায়ক রণজিৎ মন্ডলকে ঘিরে চলে বিক্ষোভ।
'বিজেপি করলে মাথা কেটে নেব', পোস্টার ঘিরে চাঞ্চল্যKspgjf
সোমবার সকাল থেকে অবরোধ উঠলেও এলাকা থমথমে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট। এলাকায় মাইক বেঁধে প্রচার চালাচ্ছে বিজেপি। চলছে বাইক মিছিল। তৃণমূল সমর্থকদের এদিন কার্যত দেখা যায়নি।
কেন এই উলটপুড়ান?
কাঁথি লোকসভার খেজুরি বিধানসভায় ২০১৪ লোকসভা ভোটে শিশির অধিকারী ৩৮হাজার লিড পেয়েছিলেন। ২০১৬ বিধানসভা ভোটে সেই লিড বেড়ে দাড়ায় ৪৩ হাজার। আর এবারের সদ্যসমাপ্ত লোকসভা ভোটে মাত্র ৭২০০ ভোটের লিড পান শিশির বাবু। বামেদের ভোট ৬১হাজার থেকে কমে দাড়ায় প্রায় সাড়ে ৭ হাজারে। ফলে বিজেপির আগ্রাসন আর সমর্থন হারানো তৃণমূলের এলাকা পুনরুদ্ধারের লড়াইয়ে গরম খেজুরি। খেজুরি ২ ব্লকের ৫টি পঞ্চায়েতের ৪টিই এবার বিজেপির দখলে।