Madan Mitra: মহালয়ায় শুভেন্দু-দিলীপের ছবিতে মালা-তর্পণ, মদনের বিরুদ্ধে থানায় বিজেপি
তর্পণকাণ্ডে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। সংবাদমাধ্যমে কুণাল বলেন, এসব মদনদার ব্যপার। তবে আমি হলে এসব করতাম না
দেবব্রত ঘোষ: দলের অনেক নেতাই তাঁর এমন কর্মাকাণ্ডকে সমর্থন করছেন না। তবে তিনি মদন মিত্র। তিনি চলেন নিজের মতোই। মহালয়ায় শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে ও তাঁদের নামে তর্পণ করে জোর বিতর্ক সৃষ্টি করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এনিয়ে সোমবার বালি থানায় অভিযোগ জানাল বিজেপির বালি এক নম্বর মণ্ডল। তাঁদের দাবি, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তর্পণ করেছেন মদন মিত্র। এতে হিন্দু ধর্মে আঘাত করা হয়েছে। মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা হয়। সেখানে মদন মিত্র যা করেছেন তা শাস্তিমূলক অপরাধ। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুন- পুজোয় বৃষ্টির আশঙ্কা, উদ্বিগ্ন স্বয়ং মমতা! কলকাতা কি ভাসবে?
কী করেছিলেন কামারহাটির বিধায়ক? মহালয়ার দিন তর্পণ করতে বাবুঘাটে যান মদন মিত্র। পরনে তসরের ধুতি। ঘনিষ্ঠ পরিবেষ্টিত হয়ে তিনি গঙ্গা.য় স্নান সারেন, তর্পণ করেন। ঘাটের পাশে রাখা শুভেন্দু ও দিলীপ ঘোষের ছবিতে মালাও দেন তিনি। এতেই সমালোচনার ঝড় ওঠে চারদিকে। মহালয়ার মতো এত গুরুত্বপূর্ণ আচারের সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলায় মদন মিত্রকে একহাত নেন এনেকেই। তাদের মধ্যে ছিলেন তাঁর দলের নেতারাও।
মদন মিত্রের ওই কীর্তিতে সরব হয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হয়েছে। এসব ভালো নয়। এসব না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। সংবাদমাধ্যম প্রচার দিয়েছে। আমি আর কী বলব।
অন্যদিকে, তর্পণকাণ্ডে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। সংবাদমাধ্যমে কুণাল বলেন, এসব মদনদার ব্যপার। তবে আমি হলে এসব করতাম না। মদনদা নিজের অভিধান মেনে কাজ করেন। সেটার কপিরাইট তাঁর নিজের।