নন্দীগ্রামে BJP মন্ডল সভাপতির উপর হামলা, কর্মীদের বাড়িতে ভাঙচুর
অভিযোগ, তৃণমূলের জেলা যুব সহ সভাপতি আজগর আলির নেতৃত্বে একদল দুষ্কৃতী এই হামলা চালায়।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি মন্ডল সভাপতি ও কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল নন্দীগ্রামের কালিচরণপুরের বঙ্কিমমোড় এলাকায়। অভিযোগ দুষ্কৃতীরা বাড়িঘর ভাঙচুর করে। লুঠপাট চালায়। সেইসঙ্গে মারধরও করে বিজেপি কর্মীদের।
সোমবার রাতে হলদিয়া নগর মন্ডল ৩ বিজেপির সভাপতি কার্তিক চন্দ্র দাসের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক মহিলা সহ একাধিক বিজেপি কর্মী, সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হামলার ঘটনায় অভিযোগ উঠেছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের জেলা যুব সহ সভাপতি আজগর আলির নেতৃত্বে একদল দুষ্কৃতী এই হামলা চালায়।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, সোমবারই তেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসন থেকে তিনি নিজেই দাঁড়াবেন। তারপরই এই হামলার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন, শাসকদলের গোষ্ঠীকোন্দলে 'গুলির লড়াই', মৃত্যু গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির