Gorkhaland: দলের ভূমিকায় ক্ষোভ! পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি বিজেপি বিধায়কের
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। কয়েক দিন আগে জিটিএ কাউন্সিলের বৈঠকেও গোর্খাল্যান্ড নিয়ে প্রস্তাব পাস হয়। `এক বছরেও ত্রিপাক্ষিক বৈঠক হল না`, আক্ষেপ কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'এক বছরেও ত্রিপাক্ষিক বৈঠক হল না'। পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি তুললেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পঞ্চায়েত ভোটের আগে দলের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪-এ লোকসভা নির্বাচন। দিন কয়েক আগে নবনির্বাচিত জিটিএ কাউন্সিলের বৈঠকে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে পৃথক রাজ্য নিয়ে ফের কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু প্রস্তাবে সায় দেন জিটিএ সদস্যরা। এদিন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ফেসবুকে লেখেন, 'আজ থেকে ঠিক এক বছর আগে দিল্লিতে আলাদা রাজ্য় নিয়ে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক করেছিলাম। উপজাতিদের তালিকা থেকে গোর্খাদের বাদ দেওয়া হয়েছিল। একমাসের মধ্য়ে আবার আলোচনা হওয়ার কথা ছিল, এখনও তা হয়নি। ফেসবুকে পোস্ট দিয়ে আমি মনে করিয়ে দিলাম'।
এর আগে, চলতি বছরের মার্চে বিধানসভায় দাঁড়িয়ে বাংলার ভাগের দাবি তুলেছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বাজেট বিতর্ক চলাকালীন তিনি বলেছিলেন, 'উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। তাই ভাঙার কথা বলছি। বলতে থাকব'। এমনকী, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে চিঠিও দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কার্শিয়ঙের বিজেপি বিধায়কের দাবি, যেকোনও মূল্যে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিং-কে আলাদা করতে হবে। সে আলাদা রাজ্য হতে পারে, আবার কেন্দ্রশাসিত অঞ্চলও।
আরও পড়ুন: Exclusive: বিজেপির নেতার বাবা 'বন্ধু'! 'পুজোর সময়ে ওদের বাড়িতে যাই', বললেন সুদীপ
তখন সবেমাত্র কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ সাংসদ জন বার্লাও। তা নিয়ে কম জলঘোলা হয়নি। দলের অন্দরেই মতপার্থক্য় প্রকাশ্যে চলে এসেছিল। শেষপর্যন্ত সাংসদ জন বার্লাকে সতর্ক করে দেয় বিজেপি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, 'সংশ্লিষ্ট এলাকার অনুন্নয়ন নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আলাদা রাজ্যের দাবি থেকে বিরত থাকুন'।