নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় আসতে লাশের সন্ধান করছে। সকালে বিজেপিকে এভাবেই তোপ দেগেছিল তৃণমূল। বিকেলে জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “লাশের উপর রাজনীতিতে মমতা স্পেশ্যালাইজড। আগে তিনিই বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে এসে রাজনীতি করতেন, এখন লাশ লুকানোর রাজনীতি করছেন।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি বরাবরই অভিযোগ করেছে, মৃতের সংখ্যা গোপন করছে রাজ্য সরকার। এ বিষয়ে তৃণমূলের সমীর চক্রবর্তী জানান, বিজেপি লাশের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। লাশ চাইছে কারণ তা দেখিয়ে সরকারে আসতে চাইছে। এভাবে ২০২১ সালে ক্ষমতায় আসা যাবে না। পাল্টা দিলীপ বলেন, “মৃতের সংখ্যা বলতে ভয় পাচ্ছে। লজ্জায় আর নিজে আসছেন না। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সাংসদ, বিধায়কদের পথে নামিয়েছেন।”


রাজ্য-রাজ্যপালের সংঘাত নিয়ে দিলীপের তোপ, রাজ্যপাল কোনও সহযোগিতা করেননি, তাঁর নামে নির্দেশিকা জারি হচ্ছে। অথচ রাজ্যপাল সংবিধান অনুসারে কাজ করছেন। অন্য দিকে পিছনের দরজা দিয়ে ফিরহাদ হাকিম ক্ষমতার দখলের রাজনীতি করছেন।


আরও পড়ুন- ২৪ ঘণ্টার মধ্যে ফের বড়সড় সাফল্য সেনার, গ্রেফতার হিজবুল জঙ্গি


এ দিন দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেতা পার্থ ভৌমিক বলেন, "আপনারা কেন বাংলার মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছেন? আপনাকে যে এক লক্ষ মানুষ ফোন করেছে, ক্ষমতা থাকলে তাদের নাম প্রকাশ করুন।" মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে বিজেপি। নিয়ম করে বাংলার নিন্দা করে চলেছেন।