কিরণ মান্না: রীতিমতো প্যান্ট খুলে মার! প্যান্ট খুলে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। তমলুকের ৪১ নম্বর জাতীয় সড়কের উপর সোনা পেত্যা টোল প্লাজা। সেখানেই বিজেপি কর্মী-সমর্থকদের সমস্ত গাড়ি আটকে দেয় পুলিস। পুলিস গাড়ি আটকাতেই বিজেপি নেতা, কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীনই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ফেস্টুন পোড়ান বিজেপি কর্মী-সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেইসময় ওই এলাকায় ছিলেন রঘুনাথপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম প্রধান তারক জানা। তিনি প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রীর ফেস্টুন পোড়ানোর। অভিযোগ, তারপরই তাঁর উপর চড়াও হন বিজেপি কর্মীরা। প্রধানকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁর পাঞ্জাবি, গেঞ্জি ছিঁড়ে যায়। এমনকি প্যান্ট পর্যন্ত টেনে খুলে নেওয়া হয়। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল প্রধান বিজেপির বিক্ষোভ, অবরোধে হামলা চালাতে এসেছিল। তারক জানা তাঁর দলবল নিয়ে মারধর করতে এসেছিল। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন তারক জানা। মারধরের চোটে গুরুতর জখম হন তিনি।  আহত অবস্থায় স্থানীয় প্রধানকে তারপর স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 


ওদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামেও তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ৯'টি বাস আটকে রাখার এবং কলকাতার দিকে আসতে না দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিসের সঙ্গে কর্মী-সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পুলিসের সঙ্গে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের তুমুল গণ্ডগোল বাধে।


আরও পড়ুন, BJP Nabanna Abhiyan: পুলিসের চোখে 'ধুলো' দিয়ে নবান্নের দোরগোড়ায় বিজেপি কর্মীরা


নন্দীগ্রাম বিধানসভার ক্ষুদিরাম মোড়ে গাড়ি থামিয়ে পুলিস তল্লাশি চালায় বলে অভিযোগ।  আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে সেই অভিযান চলে। মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। শুভেন্দু অধিকারীর গড় কাঁথি রেল স্টেশন যাওয়ার সমস্ত পথ ব্যারিকেড করে দেয় পুলিস। বিজেপির কর্মী এবং নেতারা যাতে কেউ নবান্নে যেতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা বলে অভিযোগ। এ দিন পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, চণ্ডিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় পুলিস নাকা চেকিং চালায়। বাস থামিয়ে, বাসে উঠে তল্লাশি চলে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)