দিনহাটায় বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মণ জানান, পুলিশ এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ এলাকা থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডাবাহিনী ফের বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায়
নিজস্ব প্রতিবেদন: দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন-করোনা আপডেট: রাজ্যে আক্রান্ত ছাড়াল এক লক্ষ ৮০ হাজার, দেড় লক্ষের বেশি ঘরে ফিরেছেন
রবিবার বুড়ির হাটে বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দলীয় অফিস ভাঙচুর করার পাশাপাশি বিজেপির দলীয় স্থানীয় নেতৃত্বদের মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন-''ভাই সৌভিককে দিয়ে মাদক আনাতাম'' NCB- র জেরায় স্বীকার রিয়ার!
বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মণ জানান, বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর শুরু করে তৃণমূলের গুণ্ডাবাহিনী। পরবর্তীতে পুলিশ এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ এলাকা থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডাবাহিনী ফের বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায় ।