নিজস্ব প্রতিবেদন: সন্দেশখালির হাটগাছিতে নিহত  দুই কর্মীর দেহ অব্যাহত পুলিস-বিজেপি টানাপোড়েন। মালঞ্চ মোড়ের পর মিনাখাঁয় আটকে দেওয়া হয় বিজেপিকে। গেরুয়া শিবিরের দাবি, নিমতলা শ্মশানে তাঁরা দাহ করতে চান। বাধা দিচ্ছে পুলিস। তার প্রতিবাদে মিনাখাঁয় রাস্তাতেই শব দাহ করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। শুধু হুঁশিয়ারিই নয়, রাস্তাতে চিতা সাজাতেও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বসিরহাট হাসপাতালে ন্যাজাটে সংঘর্ষে হত দুই কর্মীর দেহ নিয়ে রীতিমতো লুকোচুরি খেলল বিজেপি। দলীয় কর্মীদের দেহ কলকাতায় সত্কার চাইছে বিজেপি। কিন্তু দেহ কলকাতায় নিয়ে যেতে বাধা দেয় পুলিস বাহিনী। কিন্তু কীভাবে দেহ কলকাতায় নিয়ে যাওয়া হবে, তা ঘুণাক্ষরে বুঝতে দেয়নি বিজেপি।  দিলীপ ঘোষ ও রাহুল সিনহার নেতৃত্বে কনভয় পৌঁছয় মালঞ্চ মোড়ে। সেই কনভয়ে যোগ দেয় শববাহী গাড়িটি। বিজেপিকে আটকে দেয় পুলিস। গাড়ি থেকে দলবল নিয়ে নেমে পড়েন লকেট চট্টোপাধ্যায়। লকেটের দলবলের সঙ্গে একদিকে চলছে পুলিসের বচসা, অন্যদিকে শববাহী গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা দেন দিলীপবাবুরা। এরপর মিনাখাঁয় বাসন্তী মোড়ে পুলিস গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে আটকে দেয় বিজেপিকে।     


নিহতদের পরিবারের দাবি, দেহ কলকাতাতেই সত্কার করতে চাইছেন তাঁরা। কিন্তু পুলিস বাধা দিচ্ছে। দেহ সত্কারের অধিকারও কি নেই তাঁদের? দেহ কলকাতায় নিয়ে যেতে না দেওয়া হলে এখানেই দাহ করা হবে।