নিজস্ব প্রতিবেদন: বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার আসানসোলে। বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিসের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ , টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিস। এলাকায় মোতায়েন পুলিস বাহিনী। পরিস্থিতি থমথমে। জমায়েত হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শুক্রবার সকালে বিজেপির যুব মোর্চার তরফে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসানসোল পুরনিগমে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। সেই মোতাবেক এদিন সকালে জিটি রোডে মিছিল করে আসানসোল পুরনিগমে যান বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে, পুরনিগমের তরফে এদিনই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।  সেখানে জমা হয়েছিলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরাও। এলাকায় পুলিসি ব্যারিকেডও ছিল। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করে। পুলিস বাধা দিলে ইটবৃষ্টি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। 


এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিস লাঠিচার্জ করতে শুরু করে। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিস। এখনও পরিস্থিতি থমথমে। রাস্তাঘাট শুনশান।