নিজস্ব প্রতিবেদন : বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার। একদিকে বেহালা, অন্যদিকে কোচবিহার। দুই জায়গাতেই ধরা পড়ল একই ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, মুম্বইয়ের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার বসিরহাটে


দক্ষিণ কলকাতার সাধারণ সম্পাদক রাজু বন্দোপাধ্যায় ও মন্ডল সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেহালা ব্লাইন্ড স্কুল থেকে শুরু হয় মিছিল। বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড মোড়ে মিছিল আটকায় পুলিশ বাহিনী। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের।


আরও পড়ুন, মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি ভাইবোনের


পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন রাজু বন্দোপাধ্যায় ও সোমনাথ বন্দ্যোপাধ্যায়। অশান্তি ছড়ানোর অভিযোগে প্রায় ৪০ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। এর জেরে প্রায় আধঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন, জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট খুললেই মিলবে টাকা!


অন্যদিকে, কোচবিহারের ২ নম্বর ব্লকের রাজারহাট এলাকা থেকে শুরু হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু সহ একাধিক নেতা। কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক যোগ দেন সেই মিছিলে।


আরও পড়ুন, বাগুইআটিতে বড়সড় ডাকাতির ছক বানচাল পুলিসের


দিনহাটা সহ কোচবিহারের একাধিক জায়গাকে উপদ্রুত হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয় মিছিল থেকে (প্রসঙ্গত, শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় সাম্প্রতিককালে বার বারই শিরোনামে এসেছে দিনহাটা)। বিজেপির এই মিছিলকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।