নিজস্ব প্রতিবেদন:  রথযাত্রা নিয়ে রাজ্য প্রশাসন ও বিজেপির বৈঠক আজ। বিকেল সাড়ে পাঁচটায় লালবাজারে বৈঠক হবে। বিজেপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে কোনও আপত্তিকর মন্তব্য করতে পারবেন না কৈলাস বিজয়বর্গীয়, নির্দেশ হাইকোর্টের


হাইকোর্টে রাজ্যের আবেদন ছিল যেহেতু মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের নামে ফৌজদারি মামলা রয়েছে তাই প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন না। মঙ্গলবার দুপক্ষের সওয়াল জবাবের শেষে আদালত  জানিয়ে দেয়, বৃহস্পতিবারের মধ্যে বৈঠক শেষ করে শনিবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে।


আরও পড়ুন: প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি


সেইমতো গতকালই লালবাজারে বৈঠক হবে বলে জানানো হয় বিজেপিকে। যদিও বৈঠক নবান্নে না হয়ে কেন লালবাজারে হবে তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। এদিনের বৈঠকের পরই সম্ভবত বিজেপির রথযাত্রার ভবিষ্যত জানা যাবে বলে মনে করা হচ্ছে।