অঞ্জন রায়:  বিজেপির রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট।  বিজেপি সূত্রে জানা গিয়েছে, চার জাগয়া থেকে বেরোবে রথ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোচবিহার, গঙ্গাসাগর ও বীরভূম থেকে বেরোবে রথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ধর্মঘট ব্যর্থ করার পরিকল্পনা সফল হয়নি: রবীন দেব


কোচবিহার, গঙ্গাসাগর, কোচবিহার থেকে যে রথ বেরোবে, তা আগেই নির্ধারিত ছিল।  নতুন জায়গা হিসাবে উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার নাম।এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ১৬ জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ।   শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর।  সম্ভবত সেদিনই কোচবিহার থেকে রথের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।  



আরও পড়ুন: বনধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তি, পুলিশ-ধর্মঘটীদের খণ্ডযুদ্ধে উত্তেজনা


এখনও পর্যন্ত রথযাত্রা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে একটি রিপোর্ট দেওয়া হয়। তাতে রথযাত্রায় রাজ্যে অশান্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রথযাত্রা মামলায় শীর্ষ আদালতও রাজ্যকে নোটিস পাঠিয়েছে। রাজ্যের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।  আগামী মঙ্গলবার ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি। সম্ভবত এদিনই চূড়ান্ত রায় দিতে পারে শীর্ষ আদালত।