গাণ্ডীবে টঙ্কার দিয়েই নদিয়ায় `পরিবর্তন যাত্রা`র রথে অর্জুন
কৃষ্ণনগর হয়ে ১৪ ফেব্রুয়ারি রথ ঢুকবে কলকাতায়।
নিজস্ব প্রতিবেদন: বাতাসে বৃষ্টিকণা আছে বটে, আছে খানিক বাদুলে ভিজে বাতাসও। তবে আষাঢ় মাস এ নয়। ফলে রথযাত্রা লোকারণ্য মহাধুমধামের কোনও প্রসঙ্গই ওঠে না।
ঠিক পড়লেন, আবার ভুলও।
আসলে ওই অসময়ের বাদলবাতাসের মতোই অসময়ের রথযাত্রা লোকারণ্য মহাধুমধামও আছে বইকি। এক বর্ণময় রথযাত্রা দেখা যাচ্ছে বাংলার পথেঘাটে।
সৌজন্য বঙ্গ বিজেপি।
রাজনীতির আবহাওয়াবিজ্ঞান মেনে বললে অবশ্য বাংলায় এখন একটাই জলহাওয়া। বিধানসভা ভোট। সেই ভোটবাতাসের তন্ময়তার মধ্যেই বিজেপি এক প্রলম্বিত রথযাত্রা তথা 'পরিবর্তন যাত্রা'র পরিকল্পনা করেছে। যা শুরুও হয়ে গিয়েছে শনিবার। মালদহে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাতে।
আরও পড়ুন: Nadda Exclusive: 'এই সরকার মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়েছে, তৃণমূল ভ্রষ্টাচারী দল'
সেই রথেই নদিয়ায় রবিবার ৭ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ চেপে বসেছেন গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) -সহ অর্জুন সিং (Arjun singh)। নাকাশিপাড়া ব্লকের বেথুয়া থেকে তাঁদের নিয়ে বার্নিয়ার উদ্দেশ্যে রওনা দিল রথ। অর্জুন সিং বলেন, 'দু'হাজার পুলিস নিয়ে হুমকি দিচ্ছেন পিসি-ভাইপো। পুলিস ছেড়ে ময়দানে নামুক জনগণ। (তাঁরাই) জবাব দেবেন ২১-এর ভোটে।' বার্নিয়া, পলাশী হয়ে অর্জুনদের রথ পৌঁছবে মুর্শিদাবাদ। ৭ থেকে ১২ ফেব্রুয়ারি রথ মুর্শিদাবাদেই থাকবে। ১২ তারিখে রথ ফের নদিয়ায় ঢুকবে। ১৩ তারিখে নদিয়াতেই থাকবে। ১৪ ফেব্রুয়ারি কৃষ্ণনগর হয়ে রথ ঢুকবে কলকাতায়।
শনিবার ৬ ফেব্রুয়ারি রথের চাকা চলতে শুরু করেছিল নবদ্বীপে। গৌরাঙ্গ সেতু হয়ে রথ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুলিয়া, তারপর বেথুয়াডহরি হয়ে নাকাশিপাড়া এসে থেমেছিল। শনিবার নাকাশিপাড়ায় রাত্রিবাস ছিল রথের।
৭ ফেব্রুয়ারির ছ'দিনের মাথায় ১২ ফেব্রুয়ারি রথ নদিয়ায় গোপালপুরঘাট থেকে করিমপুর যাবে। করিমপুরের রাত্রিবাস। ১৩ ফেব্রুয়ারি সকালে রথ যাবে নাজিরপুর। সেখান থেকে তেহট্ট, চাপড়া হয়ে কৃষ্ণনগর। সেদিন কৃষ্ণনগরেই রাত্রিবাস রথের।
১৪ ফেব্রুয়ারি কৃষ্ণনগর হয়ে রথ ঢুকবে কলকাতায়।
আরও পড়ুন: ডোমজুড়েই কালো পতাকা রাজীবকে, অভিযোগ ওড়াল তৃণমূল