নিজস্ব প্রতিবেদন: শুধু রাজনৈতিকভাবেই নয়, অরাজনৈতিক মঞ্চের মাধ্যমেও শহুরে শিক্ষিতদের প্রভাবিত করতে চাইছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে কাজ করছে 'সেভ বেঙ্গল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সাংবাদিক বৈঠকে 'সেভ বেঙ্গল'এর উদ্যোক্তারা দাবি করেন, দেশ-বিদেশের বহু বাঙালি তাদের সংগঠনের জড়িত। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সংগঠনের যুক্তরা কেউ পেশাদার রাজনীতিবিদ নন, ব্যক্তিস্বার্থের উপরে উঠে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান। 


বিজেপির নেতাদের সুরেই সেভ বেঙ্গলের নেতৃত্বের বক্তব্য, বাংলায় লুঠতরাজ চলছে। সিন্ডিকেট রাজ চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 


সেভ বেঙ্গলের দাবি, পশ্চিমবঙ্গের হৃত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। সোনার বাংলা গড়াই তাদের উদ্দেশ্য। এর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের কাজের কথাও তুলে ধরেন সেভ বেঙ্গলের নেতারা।                     


আরও পড়ুন- কবে? মনে পড়ছে না, রাহুলের সার্জিক্যাল-দাবি খণ্ডন দুই প্রাক্তন প্রধানের